• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে প্রেরণ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস আশা করছি শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন : প্রধান উপদেষ্টা রাঙামাটিতে মারমা নারীকে গণধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

অটোপাইলটের মৃত্যুতে টেসলাকে ২৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ :  ফ্লোরিডার একটি জুরি শুক্রবার টেসলাকে শত শত মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। ২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কোম্পানির “অটোপাইলট” চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেয়।
নিউ ইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানায়।

অ্যাঙ্গুলো ও লিওনের পরিবারের পক্ষে মামলা পরিচালনা কারী আইনজীবী ড্যারেন জেফ্রি রুসোর মতে জুরি টেসলার সিস্টেমকে আংশিকভাবে কী লার্গোতে একটি দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেছেন। যেখানে নাইবেল বেনাভিডেস লিওন নিহত এবং তার প্রেমিক ডিলন অ্যাঙ্গুলো আহত হয়েছেন।

বাদীরা অভিযোগ করেছিলেন যে অটোপাইলটকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যখন চালক জর্জ ম্যাকগির টেসলা একটি শেভ্রোলেট স্পোর্ট ইউটিলিটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে লিওন নিহত এবং অ্যাঙ্গুলো আহত হয়।

আদালতের নথি অনুযায়ী, জুরি ২০০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ এবং লিওনের পরিবারের জন্য ৫৯ মিলিয়ন ডলার ও অ্যাঙ্গুলোর জন্য ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণমূলক অর্থ প্রদান করার নির্দেশ দেয়।

রুসো জানান, যেহেতু জুরি টেসলাকে এক-তৃতীয়াংশ দায়ী করেছে, তাই ক্ষতিপূরণমূলক অর্থ কিছুটা হ্রাস পাবে। এই কাটছাঁটের পর জুরির মোট রায়ের আর্থিক প্রভাব দাঁড়াবে ২৪২ মিলিয়ন ডলার।

রুসো আরও বলেন, রায়ে ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।  জুরি সমস্ত প্রমাণ শুনেছেন এবং আমাদের ক্লায়েন্টদের পক্ষে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত রায় দিয়েছেন।

টেসলার আইনজীবীরা জুরির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

টেসলা তাদের আইনি দলের মাধ্যমে জানিয়েছে, “আজকের রায় ভুল এবং এটি শুধু গাড়ি নিরাপত্তার অগ্রগতি ব্যাহত করবে এবং জীবন রক্ষাকারী প্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে টেসলা ও পুরো শিল্পের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলবে।’

টেসলা জানিয়েছে, ‘প্রমাণ সবসময়ই দেখিয়েছে যে এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে চালকই দায়ী ছিলেন। কারণ তিনি গতি অতিক্রম করছিলেন এবং অ্যাক্সেলেটরে পা রেখেছিলেন। যা অটোপাইলটকে নিষ্ক্রিয় করে দেয়। আর তিনি রাস্তায় নজর না রেখে পড়ে যাওয়া ফোন খুঁজছিলেন।

স্পষ্ট করে বলতে গেলে, ২০১৯ সালে কোন গাড়ি এবং আজকের কোন গাড়িই এই দুর্ঘটনা রোধ করতে পারত না। এটি কখনই অটোপাইলটের কথা ছিল না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.