
টঙ্গী, গাজীপুর, ৫ আগস্ট ২০২৫ : চব্বিশের জুলাই- আগস্ট বিপ্লব ও গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ রোডে টঙ্গী পশ্চিম থানা জাসাসের উদ্যোগে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ আগস্ট মঙ্গলবার সকালে চেরাগ আলী মার্কেটের সামনে অনুষ্ঠিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা জাসাসের আহবায়ক মাগফুরুল হক তানশির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) অধ্যাপক আসাদুজ্জামান আকাশ।
সদস্য সচিব জাহাঙ্গীর মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জাসাসের আহ্বায়ক খায়রুল বাশার, টঙ্গী পশ্চিম থানা জাসাসের যুগ্ম আহবায়ক হেলাল মাস্টার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জীবন, বদিউর রহমান, আনোয়ার, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক রাজিব খান প্রমুখ।