• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে প্রেরণ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস আশা করছি শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন : প্রধান উপদেষ্টা রাঙামাটিতে মারমা নারীকে গণধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই ট্রাম্পের বিশেষ দূতের সফরের অপেক্ষায় মস্কো

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ : ক্রেমলিন সোমবার জানিয়েছে, তারা এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় রয়েছে। ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার আগে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির পথে অগ্রসর না হয়, তাহলে আগামী শুক্রবার এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

মস্কো থেকে এএফপি জানায়, ট্রাম্প এক দিন আগে নিশ্চিত করেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে রাশিয়া সফর করবেন এবং সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটনের চাপ সত্ত্বেও রাশিয়া তাদের প্রো-ওয়েস্টার্ন প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইস্তানবুলে অনুষ্ঠিত তিন দফা শান্তি আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

রাশিয়া চায় ইউক্রেন যাতে আরও এলাকা ছেড়ে দেয় এবং পশ্চিমা দেশের সমর্থন ত্যাগ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে তার মিত্রদের প্রতি মস্কোর ‘শাসন ব্যবস্থায় পরিবর্তন’ ঘটানোর আহ্বান জানান।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, তারা উইটকফের সাথে আলোচনাকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং সহায়ক বলে মনে করেন এবং সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টাকে মূল্যবান বলে মনে করেন।

ক্রেমলিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা ভেস্তে যাওয়ার আগে পুতিন মস্কোয় উইটকফের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।

সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করলেন, উইটকফ মস্কোতে কী বার্তা নিয়ে যাবেন এবং রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে কিছু করতে পারবে কিনা, তখন ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, একটা সমঝোতায় পৌঁছাতে হবে, যেখানে মানুষ মারা যাওয়া বন্ধ হবে।’

কিয়েভের বিমান বাহিনীর তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, শান্তি আলোচনা স্থগিত হওয়ার সাথে সাথে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে। কিয়েভ বলেছে, তারা এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা তীব্র করবে।

সোমবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় চারজন নিহত হয়েছে, যার একটি অংশ রাশিয়া নিয়ন্ত্রণ করে। দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে আরও একজন নিহত হয়েছে।

জেলেনস্কি জানান, তিনি খারকিভ অঞ্চলের ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সৈন্যদের পদক প্রদান করেন এবং বাংকারের ভেতর দিয়ে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনীয় সীমান্তবর্তী খারকিভ অঞ্চলের অভ্যন্তরে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

জেলেনস্কি রোববার আরও জানান, গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনার পর দুই পক্ষের মধ্যে একটি বন্দি বিনিময়ের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে ১ হাজার ২০০ ইউক্রেনীয় সেনা নিজ দেশে ফিরতে পারবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.