আশিকুর রহমান, ভোলা : ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় জাতি আজ আনন্দিত।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে দেশ আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। ২৪ এর ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্র্যালীপূর্ব এক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার নেতৃবৃন্দ এ মন্তব্য করেছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপি অফিস চত্তরে বিজয় র্র্যালীপূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিজয় আমাদের হয়ে গেছে। এখন আওয়ামীলীগমুক্ত বাংলাদেশ হয়ে গেছে। যারা দির্ঘদিন মানুষের উপর নির্যাতন, অত্যাচার করেছে, সেই আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় জাতি আজ আনন্দিত। ফ্যাসিস্ট সরকার পতনের পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। আমরা সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিএনপি’র কর্ণধার তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আগামীর পথ চলতে চাই।
বিজয় র্র্যালীপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, ছাত্রদল সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, সদস্য সচিব বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য বিজয় মিছিলে নেতৃত্বদেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসন থেকে বিএনপি”র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।