আলমগীর মানিক, রাঙামাটি : সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানে ৩২টি বৃক্ষরোপন করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রাঙামাটি মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিমান দূর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্বরনেই এরকম ব্যক্তিক্রম আয়োজন করা হয়। তিনি জানান এবছরও টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ গাছের চারা রোপণ করবে সংগঠনটি।