রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার
Reporter Name
/ ৩৩
Time View
Update :
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
Share
আলমগীর মানিক, রাঙামাটি : অপারেশন ডেভিলহান্টে এবার রাঙামাটি শহরে গ্রেফতার হয়েছে যুবলীগ নেতা বিপ্লব। বুধবার দুপুরে রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কোতয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে।
তার বিরুদ্ধে জনমনে আতঙ্কসৃষ্টির অভিযোগসহ নিষিদ্ধ কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত মো. বিপ্লব রাঙামাটি শহরের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ বিপ্লবকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বিকেলেই তাকে আদালতে সোপর্দ করেছি।
আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।