• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে প্রেরণ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস আশা করছি শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন : প্রধান উপদেষ্টা রাঙামাটিতে মারমা নারীকে গণধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে মাদকের আশঙ্কাজনক বিস্তার! মাদক কর্মকর্তাকে নিয়ে শৃঙ্খলা সভায় অসন্তোষ

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : পর্যটন শহর রাঙামাটিতে বিভিন্নমুখী মাদকের আশঙ্কাজনক বিস্তারে ক্ষোভ প্রকাশ করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। জেলার এই সর্বোচ্চ সভায় শহরের কিছু সুনির্দিষ্ট্য মাদক স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা সভার সদস্যরা ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।

পর্যটন শহর রাঙামাটিতে মাদকের অবাধ বিকিরণ বন্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন জেলার নাগরিক প্রতিনিধিরা। একই সাথে ভারত সীমান্তভর্তি উপজেলাগুলো এবং মাদকের প্রবেশের রুটগুলো নিয়ে মাদক বিরোধী ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান কামনা করা হয়।

এই ক্ষেত্রে রাঙামাটি শহরে সিসি ক্যামেরা স্থাপন প্রকল্পের দীর্ঘ সূত্রিটা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয় আইনশৃঙ্খলা সভায়। সভায় রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ধারাবাহিক অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা সভায় সর্বসম্মতিক্রমে অসন্তোষ প্রকাশ করা হয়।

এছাড়াও বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে রাঙামাটিতে সংগঠিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাপক দূর্নীতি নিয়ে রাঙামাটির দুদক দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছেনা, লুটপাটকারিদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং সর্ষের মধ্যেই ভূত রয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়। সভায় দুদকের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়টিও উঠে আসে।
রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে উক্ত আইনশৃঙ্খলা সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ, বিজিবি, এলজিইডি, সড়ক বিভাগসহ বিভিন্ন অফিসের প্রতিনিধিগণ, গণমাধ্যকর্মী, জামায়াত সেক্রেটারিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাগুলোতে চোরাচালান বিরোধী ও মাদক বিরোধী ট্রাস্কফোর্সের অভিযান জোরদারকরণ, রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অবৈধ তেল-দুধ মজুদদার অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে শৃঙ্খলা সভায় রাঙামাটিবাসীর জন্য টিসিবি ও ওএমএস এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ব্যবস্থা করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে নিয়মিতভাবে এই ব্যবস্থা যাতে চালু রাখা হয় সে ব্যবস্থার অনুরোধ জানানো হয়।
এর আগে, আইনশৃঙ্খলা সভায় পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিকখ্যাত প্রবীণ সাংবাদিক ও গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহাম্মেদ এর মৃত্যুতে তার রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.