সাইদুল ইসলাম সাকিব : কোম্পানীগঞ্জে আগামীকাল ১১ আগস্ট সোমবার সকাল থেকে সাদাপাথর লুটপাট ও ধলাই সেতু রক্ষায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছে ধলাই সেতু রক্ষা কমিটি।
শনিবার সকাল ১১ ঘটিকায় ধলাই সেতুর পূর্বপাড়ে ধলাই সেতু রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে ধলাই সেতু রক্ষায় প্রতিরোধ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে ধলাই সেতু রক্ষা কমিটির আহ্বায়ক বলেন, ২ দিনের ভিতরে কার্যকরী পদক্ষেপ না নিলে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এবিষয়ে জানতে চাইলে ধলাই সেতু রক্ষা কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, সাদাপাথর লুটপাট ও ধলাই সেতু রক্ষায় আগামীকাল সকাল থেকে আমরা সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবো।