• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে প্রেরণ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস আশা করছি শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন : প্রধান উপদেষ্টা রাঙামাটিতে মারমা নারীকে গণধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

শেখ মুজিব জামায়াতকে দাবাতে গিয়ে নিজেই ইতিহাস হয়ে গেছে : শাহজাহান চৌধুরী

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আলমগীর মানিক, রাঙামাটি : বাংলাদেশের মানুষ সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে ক্ষমতার পালাবদলের জন্য নয়! একটি নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন নিয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন তাদের সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

রাজনৈতিকভাবে আওয়ামীলীগকে পুর্নবাসনের কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, এদেশের মানুষ যে আদর্শের পরিবর্তন চায় জামায়াত ইসলামী সেই আদর্শের ধারক-বাহক। আমরা বাংলাদেশকে আর পিছিয়ে পড়তে দেবো না। মানুষের স্বপ্ন প্রত্যাশা ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াত কর্মীরা তাদের জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় জামায়াতের এই নেতা।

শনিবার রাঙামাটির বনরূপায় শহর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটি শহরে জাকজমকপূর্ণ আয়োজনে এই কর্মী সম্মেলন আয়োজন করে সংগঠনটি।

সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

উক্ত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সিনিয়র আইনজীবি এ্যাভোকেট মোখতার আহমদ, রাঙামাটির নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনছুরুল হক, জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশিদ, রাঙামাটি জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম, জেলা জামায়াতের শুরা সদস্য নুরুল আলম সিদ্দিকী, এ্যাডভোকেট হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, মুহাম্মদ আব্দুস সালাম।

এদিকে, উক্ত কর্মী সম্মেলন শুরুর আগে শনিবার সকাল সাড়ে নয়টার সময় রাঙামাটি পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল-আমিন মাদ্রাসা মাঠে সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে ইসলামের উপর সবচাইতে বেশি আঘাত করেছে শেখ মুজিব। জামায়াতকে দাবায়ে রাখতে গিয়ে শেখ মুজিব নিজেই ইতিহাস হয়ে গেছেন। তারই কন্যা শেখ হাসিনাও বিগত ১৮ বছরে দেশের জামায়াতের নেতাকর্মীদের উপর চরম নির্যাতন অত্যাচার চালিয়েছে। দেশ বিক্রি করে দিয়েছে বিদেশী প্রভুদের কাছে। সেই শেখ হাসিনা যেই সময়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো ঠিক সেই একই সময়ে জনগণের ধাওয়ায় শেখ হাসিনা গণভবন ছেড়ে নয় শুধু দেশ ছেড়েই পালিয়েছে। এটাই আল্লাহর বিচার।

পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতির কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামীলীগের সাথে সন্তু লারমার পার্বত্য শান্তিচুক্তি হওয়ার কথা ছিলো না। সেই ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সাথে শান্তি চুক্তি হওয়ার কথা ছিলো। কিন্তু সেসময় ভারতের প্রধানমন্ত্রীর ষড়যন্ত্রের কারণে খালেদা জিয়া সরকারের সাথে চুক্তিটি হতে পারেনি।

পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস নেতা সন্তু লারমার প্রতি ইঙ্গিত করে শাহজাহান চৌধুরী বলেন, ভারতের ত্রিপুরায় সন্তু লারমার সাথে দেখা করতে বাংলাদেশ থেকে কেউ যেতে আগ্রহী ছিলো না। কিন্তু আমি হেলিকপ্টার নিয়ে ত্রিপুরায় গিয়ে সন্তু লারমাকে সাথে করে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু সন্তু লারমা আজ সে কথা ভূলে গেছেন। আজকের কর্মী সম্মেলনে সন্তু লারমার উপস্থিতি কামনা করেছিলাম। কিন্তু তিনি আসেননি।

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িকতা নিয়ে জামায়াত নেতা বলেন, অত্রাঞ্চলে পাহাড়ি-বাঙ্গালী তত্ত্বে জামায়াত বিশ্বাস করেনা। পাহাড় সমতলে সকলেই বাংলাদেশী পরিচয়ে থাকতেই চাই আমরা। জামায়াত কোনো ধর্মীয় উগ্রবাদি সংগঠন নয় মন্তব্য করে তিনি বলেন, সকল সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় জামায়াত ইসলামীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়ী করার আহবানও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.