মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : আজ বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের আওতাধীন আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক ক্রু মিটিং পরিচালনা করেন, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও কোষাধ্যক্ষ স্কাউটার মো. নবী হোসেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে ৬০-৯০ মিনিট ব্যাপী রোভার স্কাউট সিলেবাস সম্পূর্ণ করার জন্য যে, মিটিং এর আয়োজন করা হয়,তাকে ক্রু মিটিং বলে।
একজন যুবক-যুবতীকে আদর্শ নাগরিক ও দক্ষ হিসেবে ঘরে তুলতে হাতে কলমে শিক্ষার অন্যতম মাধ্যম রোভার স্কাউট ক্রু মিটিং। রোভার বয়সী যুবক-যুবতীদের চৌকস ও বিনয়ী হওয়ার জন্য স্কাউট প্রতিজ্ঞা ও আইনের গুরুত্ব অপরিসীম।
নারায়ণগঞ্জ জেলা রোভারের অন্যতম সক্রিয় মুক্ত দল আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি, রাষ্টীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক স্কাউটার শরীফ মোহাম্মদ আরিফ মিহির এবং আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক স্কাউটার এইচ এম ফারুকুল ইসলাম ও সকল রোভার স্কাউট লিডারদের দিক নির্দেশনায় রোভার স্কাউট সিলেবাসের পাশাপাশি প্রতিনিয়ত সেবামূলক কাজ পরিচালনা করে যাচ্ছে এই মুক্ত দলের রোভার বৃন্দ।
আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেটের দায়িত্ব পালন করছে, ইফতেখার ভূইয়া রিদ্বীন। সকল রোভারদের সক্রিয় সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাবে আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ।