আসাদুজ্জামান আকাশ, গাজীপুর : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জাসাস কর্তৃক আয়োজিত এতিমদের সাথে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগরেরে বালুচাকলী ফাইজউদ্দিন কছিমউদ্দিন এতিমখানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে গাজীপুর মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামূল হক বেনুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাসাসের আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল!
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস গাজীপুর জেলার সাবেক সহ-সভাপতি আবুবকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, যুগ্ম আহবায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, মাগফুরুল হক তানসির, আবুল বাশার, জাসাস নেতা মামুনুর রশিদ, মনির হোসেন, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, সাজেদুল হক সাজ্জাদ, আব্দুল মান্নান, মাদ্রাসার সভাপতি স্বপন, রুবেল আহমেদ প্রমুখ।
পরে মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে দুপুরের খাবার খাওয়ার মাধ্যমে দোয়া ও মিলাদের মাধ্যমে সমাপ্ত হয়।