• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে প্রেরণ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস আশা করছি শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন : প্রধান উপদেষ্টা রাঙামাটিতে মারমা নারীকে গণধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ভোলার শিবপুরে নদী ভাঙ্গন রোধ ও শহর বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা : ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নকে সিসি ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ ও জেলা শহর বাঁধ রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০ টায় শিবপুর ইউনিয়ন এর ভোলার খাল এলাকায় নদীর তীরে নদী ভাঙ্গন এলাকার প্রায় সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম নুর হাওলাদার বলেন, ভোলা শহরের নিকটবর্তী শিবপুর ইউনিয়নে প্রতি বছর নদী ভাঙ্গনে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি। ফলে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ। ঘরবাড়ি ও বসতভিটা সর্বস্ব হারিয়ে প্রতিনিয়ত পথে নামতে বাধ্য হচ্ছে নদীতীরবর্তী বসবাস করা মানুষগুলো। এখানকার অধিকাংশ মানুষ বারবার নদী ভাঙ্গনে সহায়সম্বল হারিয়ে দিশেহারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিবপুর ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আবু জাফর বলেন, নদী ভাঙ্গনের ফলে এখানে বসবাসকারী সাধারণ মানুষগুলো বাড়ি ঘর সরিয়ে নিয়ে রাস্তার পাশে কোনো রকমে বসবাস করছে। শিবপুর গ্রামের অনেকের বাড়ি ঘর বিলীন হওয়ার পর খোলা আকাশের নীচে বসবাস করছে। আবার কেউ অন্য স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের মাধ্যমে ভাঙ্গন রোধ করে এলাকার অসহায় মানুষের বসত ভিটা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, সরকারি স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানান।

মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো. আল আমিন বলেন, নদী ভাঙ্গনের ফলে গ্রামবাসীরা মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবন যাপন করছে। শতশত পরিবারের বসত ভিটে বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ এলাকার মানুষ দুশ্চিন্তা ও হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই নদী এলাকায় মানুষ অধিকাংশই দিন মুজুর, কৃষক ও খেটে খাওয়া মানুষ। আমাদের একটাই দাবি এখানে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন রোধ করতে হবে।

স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, নদীর তীব্র স্রোতের কারণে ভেঙ্গে গেছে আমার বসত ভিটা। এখন ত্রিপল দিয়ে তাবু বানিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছি। অনেক কষ্টে দিন কাটাতে হয় ,আমার মতো যেন আর কারও বসত ভিটা বিলীন না হয়।

আবদুস সোবহান, মো. সেলিম, মো. ইব্রাহিম, মো. যুবরাজসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, নদী ভাঙ্গনের কারণে ভয়ে রাতে ঘুমাতে পাড়ি না, প্রতিনিয়ত ভাঙ্গনের আতংকে দিন কাটাতে হয়। গত কয়েক বছর যাবৎ বর্ষাকাল এলেই আতংকে কাটে আমাদের দিন রাত।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাদিস, মো. কামাল মেম্বার, আব্দুল হক রাঢ়ী, যুবদল নেতা আবু জাফর পন্ডিত, মো. ফিরোজ পন্ডিত, মো. জিন্নাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.