আসাদুজ্জামান আকাশ, গাজীপুর মহানগর : গাজীপুর ল’ কলেজের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা রবিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। ল’ কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও গাজীপুর ল’কলেজের অধ্যক্ষ এডভোকেট সহিদ উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, নাজিম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, আহম্মেদ আলী রুশদী, এডভোকেট জিয়াউল হাসান স্বপন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সুরুজ আহম্মেদ, মনির হোসেন, এডভোকেট নাসির আহমেদ, সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, এডভোকেট সাইফুল ইসলাম, আনোয়ারা বেগম প্রমুখ।
এ বিষয়ে গাজীপুর ল কলেজের অধ্যক্ষ বলেন, “এই কমিটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”
এছাড়াও অনুষ্ঠানে গাজীপুর ল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।