মো: নবী হোসেন, নারায়ণগঞ্জ: বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন প্রোগ্রাম, প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রতিনিয়ত লিডার তৈরি করছে বাংলাদেশ স্কাউটস। তারই ধারাবাহিকতায় গত ১৮-২৪ ডিসেম্বরে ২০২৫ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক, গাজীপুরে ৫১ তম কোর্স ফর লিডার ট্রেনার অনুষ্ঠিত হয়। এবারের ৫১ তম কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ, প্রফেসর ডা. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, পরিচালক, (মাধ্যমিক),মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। উক্ত কোর্সে বাংলাদেশ স্কাউটসের আওতাধীন বিভিন্ন জেলার ৫১জন চৌকস লিডার/উডব্যাজাররা অংশগ্রহণ করেন।
উক্ত কোর্সে নারায়ণগঞ্জ জেলা থেকে স্কাউটার এই এম ফারুকুল ইসলাম সফলতার সাথে অংশগ্রহণ করেন।