সুব্রত চন্দ্র দাস, পুবাইল, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড ভাদুন নৈবাড়ি উত্তম মেষপালক গির্জা প্রাঙ্গণে ভাদুন খ্রিষ্টান যুব সংঘের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী বর্ষ ২০২৫ উদ্বোধন ও আনন্দ বেলার আয়োজন করা হয়।
বুধবার (পহেলা জানুয়ারি ২০২৫) সন্ধ্যার সময় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফাদার কুঞ্জন এম কুইয়া, পাল পুরোহিত ভাদুন ধর্মপল্লী।
ভাদুন খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড এর সভাপতিত্বে এবং নির্জন ও প্রমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান হাউজিং সোসাইটি লিমিটেড ও কালব্ এর মাননীয় চেয়ারম্যান মি. আগস্টিন পিউরিফিকেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমানুয়েল বাপ্পি মন্ডল, সেক্রেটারি দি মেট্রোপলিটন খ্রিষ্টান হাউজিং সোসাইটি লিমিটেড।
উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন মি. সুজয় পিউরিফিকেশন, ডিরেক্টর, দি মেট্রোপলিটন খ্রিষ্টান হাউজিং সোসাইটি লিমিটেড ও চেয়ারম্যান নৈপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।